বিশ্বস্ত ও নিরাপদ অনলাইন পেমেন্ট হেল্প সল্যুশন
আপনার কাছে ডুয়েল কারেন্সি মাস্টার / ভিসা কার্ড না থাকার কারণে কি অনলাইন থেকে কোনো পণ্য কিনতে পারছেন না? চিন্তার কিছু নেই। আমরা আছি আপনার পাশে অনলাইন পেমেন্ট হেল্প সল্যুশন নিয়ে।
আমি নাজিরুল ইসলাম নকীব, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি জানি, ইন্টারন্যাশানাল পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে আমাদের নতুন ডিজিটাল উদ্যোক্তারা এই ছোট্ট সীমাবদ্ধতার মাঝে আটকে আছে। তাই আমি সেই নতুন উদ্যেক্তাদের হেল্প করার চেষ্টা করছি।


ইন্টারন্যাশাল কোম্পানি থেকে ডোমেইন -হোস্টিং পার্চেস করুন
আপনার কাছে ডলার কার্ড না থাকার কারণে যদি ইন্টারন্যাশানাল ডোমেইন-হোস্টিং প্রোভাইডার কোম্পানি গুলো থেকে ডোমেইন-হোস্টিং কিনতে না পারেন, তবে আমরা আমাদের ডলার কার্ড দিয়ে আপনাকে ডোমেইন -হোস্টিং কিনতে সহযোগিতা করতে পারি।
নেইমচিপে টপআপ, হোস্টিংগার, ব্লুহোস্ট ও গোডেডি, সাইটগাউন্ড, হোস্টগেটর ইত্যাদি সহ ইন্টারন্যাশানাল যে কোনো কোম্পানি থেকেই ডোমেইন-হোস্টিং কিনুন আমাদের মাধ্যামে।
- Hostinger
- Namecheap
- Bluehost
- Godaddy
অনলাইন থেকে টুলস এবং সফটওয়্যার পার্চেস করুন
আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্মের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তবে আপনাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরণের টুলস ও সফটওয়্যার কেনার প্রয়োজন হবে। কিন্তু আপনার কাছে ইন্টারন্যাশানাল পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে যদি ওই সমস্ত সেবাগুলো উপভোগ করতে না পারেন, তবে আমরা অনলাইন পেমেন্ট হেল্প সল্যুশন নিয়ে আপনার পাশে আছি।
- invideo ai
- ChatGPT
- Jasper
- Semrush
- Grammarly


থিম, প্লাগইন ও AI সফটওয়্যার পার্চেস করুন
ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তাদের নিত্যদিনের কাজে ব্যবহৃত হয় বিভিন্ন থিম, প্লাগইন, টেমপ্লেট ও AI রিলেডেট বিভিন্ন সফটওয়্যার। আপনার কাছে ডুয়েল কারেন্সি ডলার ভিসা / মাস্টার কার্ড না থাকার দরুণ যদি এসব সুবিধা উপভোগ করতে না পারেন, তবে আমরা আপনাকে সহযোগিতা করার জন্য পাশে আছি।
- WoodMart
- Elementor Pro
- Rank Math
- Freepik
আপনি কেন আমাদের থেকে সার্ভিস নেবেন?
আমরা আমাদের সকল গ্রাহকদের ছোট-বড় সকল কাজেই নিবেদিত। আমরা অনলাইনে ৯ বছরের বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করছি। আমরা বিশ্বের ১২ টি দেশের ক্লাইন্টের সাথে কাজ করার সুযোগ অর্জন করেছি। আমরা সবসময় গ্রাহকদের প্রয়োজনীয়তা ও চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করি, আর এজন্যই আমাদের ক্লাইন্টেরা আমাদের প্রতি সন্তুষ্টচিত্তে ১০০% পজিটিভ ফিডব্যাক দেয় নিজ থেকেই।
আমরা অত্যন্ত দ্রুততার সাথে আমাদের ক্লাইন্টের কাঙ্খিত পণ্য বুঝিয়ে দেই। আমাদের রয়েছে সহজ ও নিরাপদ লেনদেনের সুবিধা। আমরা ডিজিটাল মোবাইল ব্যাংকিং যেমন -বিকাশ, নগদ, রকেট ও উপায় ইত্যাদি ব্যবহার করি। তাছাড়া, আমাদের সাথে লেনদেনের জন্য ভিসা / মাস্টার কার্ড ও ব্যাংকিং সুবিধাও রয়েছে। আমাদের গ্রাহকেরা তাদের ইচ্ছে মতো আমাদের সাথে লেনদেন করতে পারে।।